বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

17-12-2017 09:49:43 AM

ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নিহত ২

newsImg

 তীব্র ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা উপকূলীয় এলাকা৷ শক্তিশালী এই ভূমিকম্পে কমপক্ষে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। ভুমিকম্পের পর দেশটির প্রশাসন সুনামি সর্তকতা জারি করেছে৷ ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভুমিকম্পের তীব্রতা ৬.৫৷ এর কেন্দ্রস্থল পশ্চিম জাভা থেকে ৫২ কিমি দুরে তাসিকমালায়া৷ প্রায় এক মিনিট মতো কম্পন অনুভূত হয়৷ এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ তবে কম্পনের জেরে অনেক বাড়িতে ভালোরকম ফাটল ধরা পড়েছে৷ হাসপাতাল দ্রুত খালি করে দেওয়া হয়েছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুনামির জেরে জাভার উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হয়েছে৷ ক্রিস মাস ও নিউ ইয়ার উপলক্ষ্যে পর্যটকদের আনাগোনা লেগেই আছে৷ ভুমিকম্পের কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷ অনেকে হোটেল ছেড়ে রাস্তায় নেমে এসেছে৷ তবে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে৷ 

খবরটি সংগ্রহ করেনঃ- nupur islam
এই খবরটি মোট ( 273 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends