বাংলাদেশ | বুধবার, মে ৮, ২০২৪ | ২৪ বৈশাখ,১৪৩১

খেলা

15-12-2017 10:00:42 AM

শারজা গেলেন তামিম

newsImg

 পূর্বাভাস ছিল বড় কিছুরই। কিন্তু গত ২ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড নিয়ে কড়া মন্তব্যের জন্য শুনানিতে হাজিরা দিয়ে বেরিয়ে তামিম ইকবাল যা বললেন, তাতে মনে হলো তাঁকে ঘিরে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের ক্ষোভ প্রশমিত অনেকটাই।বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কাতেই সম্ভবত গুরুদণ্ডের জায়গায় লঘুদণ্ডে পার পেয়ে যাচ্ছেন তামিম।

 কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়কই শুধু নন, তাঁর দলও পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রোষানলে। কেন তাদের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়া হবে না, এই মর্মে ১১ ডিসেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল দলটির চেয়ারপারসনকে। সেই সময়সীমা পেরিয়ে গেলেও বিসিবি জবাব পেয়েছে কী পায়নি, তার কোনো সদুত্তরও পাওয়া গেল না গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে। সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে অবগত নন বলে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন, ‘কুমিল্লাকে চিঠি বিপিএল গভর্নিং কাউন্সিল দেয়নি, দিয়েছে বিসিবি। কাজেই প্রধান নির্বাহী এ বিষয়ে বলতে পারবেন। ’

তখন সংবাদ সম্মেলনস্থলেই উপস্থিত বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিনও বিষয়টি নিয়ে মুখ খুললেন না। অবস্থাদৃষ্টে মনে হওয়া স্বাভাবিক যে বিষয়টি ‘চেপে’ যাওয়াই হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক অবশ্য পরে নিশ্চিত করেছেন সেটিই, ‘কুমিল্লাও রাগারাগি করে চিঠি দিয়েছিল বিসিবিকে।

তাই বিসিবিও রাগারাগি করে পাল্টা চিঠি দিয়েছে। ’ এলিমিনেটর ও কোয়ালিফায়ার পর্বে কোনো রিজার্ভ ডে না থাকলেও বৃষ্টির পূর্বাভাসে সেরা চার দলের কাছে সেই প্রস্তাব রাখার পরে সম্মতি না দেওয়া কুমিল্লা মামলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল বিসিবিকেও।

 পরে রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার পরের দিনে গড়ানো নিয়ে হয়েছে অনেক নাটকও। ওই ম্যাচ পরের দিনে নিয়ে যাওয়া সংবাদমাধ্যমে ‘ভুল ব্যাখ্যা এসেছে’ দাবি করে কালকের সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দিলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। তাঁর কথা, ‘এমন প্রচারণা হয়েছে আমরা ভুল করেছি, ভুল দলকে ফাইনালে তুলেছি। এটা যে সঠিক নয়, তা বলতেই আপনাদের সামনে আসা। ’ তাঁর পড়ে শোনানো বাইলজ টুর্নামেন্টের আগেই দলগুলোর কাছে গিয়ে থাকলে ভুল-বোঝাবুঝি কেন? এমন প্রশ্নের জবাবে মাহবুব কুমিল্লা ভিক্টোরিয়ানসকেই দাঁড় করালেন কাঠগড়ায়, ‘খেলার পূর্বে দলগুলোকে প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেটি দিয়েও দেওয়া হয়। সেটি পড়া বা বোঝার দায়িত্ব সংশ্লিষ্ট দলের। যা প্রতিটা দলের কর্মকর্তা, ম্যানেজার ও অধিনায়কের জানা অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু কেউ যদি না জানে, এর দায়ভার তো বিসিবি বহন করতে পারবে না। ’ 

উইকেট নিয়ে মন্তব্যের জেরে কাঠগড়ায় দাঁড়ানো কুমিল্লা অধিনায়ক কাল দুপুরে শুনানিতে হাজিরা দিয়েই ছুটেছেন দুবাইতে। সেখানে টি-টেন টুর্নামেন্ট কালই শুরু হয়ে গেলেও শুনানির জন্য প্রথম দিনটি মিস করেছেন বাংলাদেশ দলের এ ওপেনার। তামিমের দাবি, শুনানিতে তাঁর বক্তব্য সন্তুষ্ট করতে পেরেছে বিসিবি কর্তাদের, ‘সবাই জানেন যে উইকেট ও আউটফিল্ড নিয়ে মন্তব্যের জন্য আমাকে ডাকা হয়েছে। ওনারা ওনাদের আপত্তিটা আমাকে জানিয়েছেন। আমার মনে হয় বলার সময় আমি ভালো শব্দ ব্যবহার করতে পারতাম। আমি হয়তো জিনিসটা ভালোভাবে বলতে পারিনি। আমিও সেটাই বলেছি এবং ওনারাও বিষয়টি সুন্দরভাবে নিয়েছেন। ’

তামিম বলে যাওয়ার পর এই কৌতূহলই সবচেয়ে স্বাভাবিক যে বিসিবি আদৌ কোনো ব্যবস্থা নিচ্ছে কি না। কিন্তু উত্তরদাতা মাহবুব আনাম স্পষ্ট কোনো বক্তব্যই দিলেন না, ‘এটা অভ্যন্তরীণ বিষয়। সিদ্ধান্ত তো প্রকাশ্যে দেওয়া যাবে না। কমিটি তাদের সিদ্ধান্ত বোর্ডের কাছে পাঠাবে এবং পত্র আকারে সেটি খেলোয়াড়কে জানানো হবে। ওর বক্তব্যে আমরা সন্তুষ্ট কি না, সেটাও বলা উচিত না। তামিম জাতীয় খেলোয়াড়। যখন ওকে ডাকা হয়েছে, অবশ্যই আচরণবিধি ভঙ্গ হয়েছে। এটুকুই বলতে পারি সে দুঃখ প্রকাশ করেছে। ’ তাও ভালো এটা বলেছেন যে ‘শব্দ চয়ন’ ভালো না হওয়াতেই টি-টেন খেলতে যাওয়া পিছিয়ে শুনানিতে হাজিরা দিতে হয়েছে তামিমকে!

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 170 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends