বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

জাতীয়

20-11-2017 10:48:32 AM

তারেক রহমানের জন্মদিন আজ

newsImg

 বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন আজ । এ উপলক্ষে গতকাল রোববার (১৯ নভেম্বর) রাতে কেক কেটে জন্মদিন উদযাপন করে বিএনপি । গুলশান কার্যালয়ে রাত ১২টা ১ মিনিটে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেক কেটে কর্মসূচি শুরু করেন । এ সময় সিনিয়র নেতারাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান । তার ডাক নাম পিনু। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুদিনের কর্মসূচির প্রথম দিনে আজ সারা দেশে তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হবে । কর্মসূচির অংশ হিসেবে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমানের ছবি দিয়ে সাজানো হয়েছে । সেখানে আজ ড্যাবের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার সারা দেশে জেলা ও থানা পর্যায়ে জন্মদিনের কেক কাটা হবে। কেন্দ্রীয় নেতাদের অনেকে জেলা পর্যায়ে এ কর্মসূচিতে অংশ নেবেন । ১৯৯১ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য পদ লাভের মধ্য দিয়ে রাজনীতিতে আসেন তারেক রহমান। ১৯৯৬ সালে জেলা বিএনপির সদস্য হন। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত করে বিএনপির স্থায়ী কমিটি। গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। উচ্চ আদালত থেকে প্যারোলে জামিন পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে যান। লন্ডনে থাকাবস্থায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিলে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। দলের ষষ্ঠ কাউন্সিলেও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একই পদে পুনর্নির্বাচিত হন। তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় এখনো লন্ডনেই অবস্থান করছেন। তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান আছেন ।

খবরটি সংগ্রহ করেনঃ- nupur islam
এই খবরটি মোট ( 376 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends