বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

জাতীয়

19-12-2016 11:02:30 AM

আজ নারায়ণগঞ্জে নামছে বিজিবি

newsImg

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ সোমবার (১৯ ডিসেম্বর) থেকে মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পুলিশ, র‌্যাব, আনসার সদস্য নিয়োজিত থাকবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, আনসার ব্যাটালিয়নের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ২২ প্লাটুন ফোর্স নারায়ণগঞ্জ মহানগর এলাকায় মোতায়েন হচ্ছে। তাছাড়া ২৭টি ওয়ার্ডেই একজন করে ম্যাজিস্ট্রেটও কাজ করছেন।তিনি আরও জানান, সোমবার মধ্য রাত হতে ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত মটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, বহিরাগতদের প্রবেশ ও বৈধ অস্ত্র বহন করা নিষিদ্ধ ও ২১ ডিসেম্বর মধ্যরাত হতে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে।নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর প্রত্যেকটি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 1019 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends