বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

খেলা

17-12-2016 10:18:38 AM

আইপিএলে মুস্তাফিজ-সাকিবকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিরা

newsImg

আগামী বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর শুরু হতে যাচ্ছে। সেই আসরকে সামনে রেখে দলের খেলোয়াড়দের প্রতি আগ্রহী না হলে তাদেরকে বাদ দেয়ার জন্য ফ্রাঞ্চাইজিদের সময় বেঁধে দেয়া হয়। চূড়ান্ত সময়সীমা শেষে ফ্রাঞ্চাইজিরা ৪০ জন খেলোয়াড়কে ছেড়ে দিলেও বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে তাদের দল।গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলেই শিরোপার স্বাদ পান টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা মুস্তাফিজ। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়েন কাটার মাস্টার। যে কারণে তাকে রেখে দেয় সানরাইজার্স। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপা জয় করা সাকিব আগামী আসরেও দলটির হয়ে খেলবেন।সাকিবের কলকাতা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে ছেড়ে দেয়। সেইসঙ্গে জন হ্যাস্টিংস, কলিন মুনরো ও মরনে মরকেলকেও দল থেকে বাদ দেয়া হয়।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স স্থানীয় খেলোয়াড় আশিষ রেড্ডি ও টি সুমনকে ছেড়ে দেয়। অন্যদিকে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যানকে বাদ দেয় সানরাইজার্স। তবে মুস্তাফিজের মতো বিশ্বমানের বোলারদের রেখে দিতে কোনো ভুল করেনি ফ্রাঞ্চাইজিটি।প্রসঙ্গত, মার্চের শেষ সপ্তাহে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষ হবে। এর এক সপ্তাহ পর মিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএলের দশম আসর শুরু হবে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 479 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends