বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

15-12-2016 03:40:46 PM

এপ্রিল থেকে ভারতের জাতীয় সড়কের পাশে মদের দোকান থাকবে না

newsImg

ভারতের জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উপর ও তার পাশে কোনো মদের দোকান থাকবে না। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে ওই নির্দেশ।বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।  শুধু তাই নয়, জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কের ওপর যে মদের দোকানগুলি বর্তমানে লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, তাদেরও আর লাইসেন্স পুনঃনবায়ন হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। পাশপাশি জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের পাশে ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকলে, তাও সরিয়ে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।  মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ক্রমাগত সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। আর এই সংখ্যাটা নেহাত কম নয়, প্রতি বছর প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারান দুর্ঘটনায়। তাই দুর্ঘটনার সংখ্যা কমাতেই এবার জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ওপর থেকে মদের দোকান সরিয়ে ফেলতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যালকোহল জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন বা ব্যানারও তুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। মদের দোকানগুলিকে এমন জায়গায় রাখতে হবে যাতে জাতীয় সড়ক থেকে যাত্রীরা তা দেখতে না পান এবং যাতায়াতের পথে এই মদের দোকান থেকে তা কিনতেও না পারেন। এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রতিটি রাজ্যের প্রধান সচিব ও পুলিশের ডিজিকে।  

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 566 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends