বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

অর্থনীতি

03-12-2016 01:06:36 PM

রিজার্ভের টাকা ফেরত না দিতে আদালতে যাবে রিজাল

newsImg

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দিতে তারা আইনগতভাবে লড়াই করবে ফিলিপাইনের রিজাল ব্যাংক। শনিবার (০৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবরের এ তথ্য প্রকাশ করে।ফিলিপাইনের রিজাল ব্যাংকের কর্তৃপক্ষ বলছে, চুরির ঘটনার জন্য আরসিবিসি (দি রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন)  দায়ী নয়। আমাদের বিরুদ্ধে তাদের কোনও মামলাও নেই। বিবির (বাংলাদেশ ব্যাংক) অবহেলাই এর জন্য দায়ী। তাই তারা এ ক্ষতিপূরণ দিতেও নারাজ। একইসঙ্গে ক্ষতিপূরণ না দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তারা আইনগতভাবে লড়াই করবে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার গত ৫ ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ওই দেশের রিজাল কমার্স ব্যাংকের ৫ জন গ্রাহকের হিসাবে স্থানান্তর হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংক চুরি যাওয়ার অর্থ ফেরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ১৫ মিলিয়ন ডলার ফেরত আনতে সক্ষম হয়েছে।বাকি ৬৬ মিলিয়ন ডলার ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের রিজাল ব্যাংককে চাপ প্রয়োগ করে আসছিলো। এমন পরিস্থিতিতে গত বুধবার আরসিবিসির এক্সটার্নাল কাউনসেল থিয়া দায়েপ লেওরিয়ানা বলেন, তাদের ব্যাংক বাংলাদেশ ব্যাংককে ক্ষতিপূরণ দেবে না। কারণ এ ঘটনার জন্য তারা দায়ী নয়।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 655 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends