বাংলাদেশ | বুধবার, মে ৮, ২০২৪ | ২৪ বৈশাখ,১৪৩১

ইনফরমেশন টেকনোলজি

03-12-2016 12:21:48 PM

অ্যাপেলের নিরাপত্তা ভাঙলো ভারতের তরুণ

newsImg

অ্যাপেল কোম্পানির পণ্য নিরাপত্তার জন্য বিখ্যাত হলেও ভারতের এক তরুণ এই নিরাপত্তা ভেঙ্গে অ্যাপেলকে চিন্তায় ফেলে দিয়েছে। হেমান্ত জোসেফ নামে কেরেলার এক প্রকৌশলী ছাত্র এই কাজ করে দেখান। 
আমাল জ্যোতি কলেজ অব ইঞ্জিনিয়ারিংএর এই ছাত্র বলেন, আমি এমন একটি পথ আবিষ্কার করেছি যেখান অ্যাপেল ফোনের লক করা স্ক্রিন বাইপাস করে ফোন খোলা যায়।  হেমান্ত বলেন তিনি অ্যাপেল পণ্যের ইউজার নেম ও পাসওয়ার্ড লেখার জায়গায় ত্রুটি খুঁজে পান। ওই দুই জায়গায় অ্যাপেল কোম্পানি ক্যারেকটার লেখার সীমা নির্ধারণ করেনি। কিন্তু এটা করা জরুরি ছিল। হেমান্ত তার ব্লগে এসব নিয়ে আলোচনা করে। অ্যাপেলের এই ত্রুটি কাজে লাগিয়ে আইফোন, আইপ্যাডের লক খুলে ফেলেন হেমান্ত। বিষয়টি অ্যাপেল কোম্পানিকে জানানো হয়েছে। তারা এ নিয়ে তদন্ত করছেন বলে জানায়। 
প্রসঙ্গত, হেমান্ত এর আগে গুগল কোম্পানির ভুল ধরিয়ে ৭ হাজার ৫০০ মার্কিন ডলার জিতেছিলেন। তিনি টুইটার, মাইক্রোসফটের ভুল ধরিয়েও বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 180 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends