বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

খেলা

21-10-2016 10:11:42 PM

অভিষেকে চমক দেখানো চতুর্থ সর্বকনিষ্ঠ বোলার মিরাজ

newsImg

বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট বোলার হিসেবে অভিষেক ম্যাচেই ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১৮ বছর ৩৬১ দিনে এই রেকর্ড গড়লেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮০ রানে ৬ উইকেট নেন মিরাজ। ফলে বিশ্বের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নেন তিনি।

এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ২০১১ সালের ১৭ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ বছর ১৯৩ দিনে অভিষেক টেস্টে ৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন কামিন্স।

অভিষেকে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ বা ততোধিক উইকেট শিকার :

    খেলোয়াড়                     ওভার            মেডেন        রান           উইকেট            বয়স

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)    ২৯.০                          ৫        ৭৯                 ৬           ১৮ বছর ১৯৩ দিন
শহিদ আফ্রিদি (পাকিস্তান)    ২৩.৩                       ৬        ৫২                  ৫    ১৮ বছর ২৩৫ দিন
শহিদ নাজির (পাকিস্তান)            ২২.৪                          ৩        ৫৩                  ৫    ১৮ বছর ৩১৮ দিন
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ৩৯.৫                  ৭        ৮০                  ৬    ১৮ বছর ৩৬১ দিন

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 105 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends