বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

21-10-2016 11:03:20 AM

ভারতকে হুমকি পাকিস্তানের

newsImg

ভারত পাকিস্তান সামরিক সম্পর্ক নিয়ে ইতোমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে। উরিতে জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশ্ব রাজনীতিতে ভারত পাকিস্তানের শীতল যুদ্ধ বেশ নজর কেড়েছে। সরাসরি না হলেও পাকিস্তানকে পরোক্ষভাবে যে কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতকিছুর পরেও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার হুমকি দিয়েছে পাকিস্তান।

এক সরকারি বিবৃতিতে পাক প্রশাসন জানিয়েছে, 'ভারত যদি কোনোভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে, তাহলে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ভারতের বিরুদ্ধে কমপক্ষে ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগও এনেছে পাক প্রশাসন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাফিস জাকাইরা এক বিবৃতিতে জানান, ভারতে পাক শিল্পীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, কূটনীতির মাধ্যমে ভারত পাকিস্তানকে বিশ্ব রাজনীতি থেকে পৃথক করে রাখার চেষ্টা করছে। যেটা খুবই দুঃখজনক।

পাশাপাশি, ভারত সার্ক সম্মেলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন জাকাইরা।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 61 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends