বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

20-10-2016 04:57:19 PM

জবির জন্য ৫০০ কো‌টির মেগা প্রকল্প আস‌ছে

newsImg

জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের আবসন সংকটসহ নানান সংকট নিরস‌নে ৫০০ কো‌টি টাকার মেগা প্রকল্পের কাজ হ‌া‌তে নেয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজ‌ানুর রহমান।

বৃহস্প‌তিবার (২০অক্টোবর) জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় দিবস-২০১৬ এবং ১১ বছর পূ‌র্তি উপল‌ক্ষে বিশ্ব‌বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়ত‌নে আ‌য়ো‌জিত এক আ‌লোচনা সভ‌ায় উপাচার্য একথা জানান।

তি‌নি ব‌লেন, ‘২৭৪ কো‌টি টাকার প্রকল্পের কাজ শুরু হওয়ার সা‌থে সা‌থে আমরা ৫০০ কো‌টি টাকার মেগা প্রকল্প নি‌য়ে কাজ কর‌বে।’

প্রধানমন্ত্রীর বরাত দি‌য়ে উপাচার্য ব‌লেন, ‘প্রধানমন্ত্রীর নি‌র্দেশনা অনুযায়ী আমা‌দের প‌রিকল্পনা ও প্রকৌশল দফতর‌কে নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে- মেগা প্রকল্পের জন্য প্র‌য়োজ‌নীয় ব্যবস্থা নেয়ার। এই প্রকল্প বাস্তবায়ন কর‌তে পার‌লে বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌র্বিক সমস্যা কা‌টি‌য়ে উঠ‌তে পার‌বে।’

‌তি‌নি ব‌লেন, ‘এই মেগা প্রকল্পের ভিতর আবা‌সিক হল, টিএস‌সি, শিক্ষার্থী‌দের খেলার মাঠ, উপাচার্যসহ অ‌নে‌কেরই বাসভবন করা সম্ভব হ‌বে।’

এর আ‌গে আ‌লোচনা সভায় স্বাগত বক্তব্য দি‌তে গি‌য়ে ট্রেজারার অধ্যাপক সে‌লিম ভূইয়া ব‌লেন, ‘এখন সময় যেমন বাংলাদে‌শের‌, তেমন শিক্ষার ক্ষে‌ত্রে সময় জগন্না‌থের। আগামী দি‌নে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় দে‌শের সামা‌জিক, অর্থ‌নৈ‌তিক, রাজ‌নৈ‌তিক সব ক্ষে‌ত্রেই অবদান রাখ‌বে।’

আ‌লোচনা সভায় জ‌বি রে‌জিস্ট্রার ওয়া‌হিদুজ্জামান এর সঞ্চালনায় আ‌রো বক্তব্য রা‌খেন, বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, আইন অনুষ‌দের ডিন অধ্যাপক ড. আলী আক্কাস, জ‌বি শাখা ছাত্রলী‌গের সভাপ‌তি এফএম শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারী‌ স‌মি‌তির নেত্রীবৃন্দসহ বিশ্ব‌বিদ্যাল‌য়ের বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দ।

আ‌লোচনা সভার শুরু‌তে ‌বিশ্ব‌বিদ্যালয় সংগীত বিভা‌গের উদ্যোগে সঙ্গীতানুষ্ঠান এবং আ‌লোচনা সভার শে‌ষে নাট্যকলা বিভা‌গের উদ্যোগে ‘গঙ্গা থে‌কে বু‌ড়িগঙ্গা’ যাত্রাপালা প্রদ‌র্শিত হয়।

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 269 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends