20-10-2016 04:52:56 PM

পেট্রোব্রাস কেলেঙ্কারিতে গ্রেফতার ব্রাজিলের স্পিকার

newsImg

ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ও কংগ্রেস সদস্য এদোয়ার্দো চুনহা। ব্রাজিলের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

পেট্রোব্রাস কেলেঙ্কারির তদন্ত ব্রাজিলের যে বিচারক করছেন তার অফিস ও পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্পিকার চুনহা পেট্রোব্রাস তেল কোম্পানির ঠিকাদারদের কাছ থেকে মিলিয়ন ডলার ঘুষ নেন। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাজিল পুলিশের মুখপাত্র বলেন, স্পিকার চুনহাকে বুধবার গ্রেফতার করা হয়। তাকে এখন ব্রাসিলিয়ার কারাগারে রাখা হয়েছে। বিচারক সের্গেই মরো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে।চুনহা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে স্পিকার চুনহা ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করেন। স্পিকারের এই প্রস্তাব অনুমোদন নিয়ে বিতর্ক হয়েছিল পরে। ওই প্রস্তাব গ্রহণের কারণেই দিলমা রুসেফ ক্ষমতা হারান পাকাপাকিভাবে