31-03-2016 10:25:07 AM

'সিরিয়ায় ফেডারেল ব্যবস্থা মানবো না'

newsImg

সিরিয়ার ভবিষ্যত রাজনৈতিক প্রক্রিয়ায় ফেডারেল শাসনব্যবস্থা প্রবর্তনের যে সুনির্দিষ্ট প্রচেষ্টা চলছে তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, সিরিয়ার মতো ছোট রাষ্ট্রে এই ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রেসিডেন্ট আসাদ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যে ধরনের রাষ্ট্রে বিভিন্ন সমাজের মানুষের পক্ষে একসঙ্গে বসবাস করা সম্ভব নয় সেসব রাষ্ট্রের জন্য ফেডারেল শাসনব্যবস্থা প্রয়োজন। কিন্তু সে ধরনের কোনো সমস্যা সিরিয়ার ইতিহাসে কখনো ছিল না; এখনো নেই।'   সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর পক্ষ থেকে প্রথম দেশটির জন্য ফেডারেল শাসনব্যবস্থার প্রস্তাব দেয়া হয়। সম্প্রতি তারা তাদের নিয়ন্ত্রিত কয়েকটি প্রদেশে এই শাসনব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছে। অবশ্য সিরিয়া বিষয়ক জেনেভা আলোচনায় অংশগ্রহণকারী সিরিয়ার প্রতিনিধিদল কুর্দিদের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ আরো বলেন, 'বেশিরভাগ কুর্দি জনগোষ্ঠী একটি অখণ্ড সিরিয়ায় বসবাস করতে চায়। রাজনৈতিকভাবে তারা একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অধীনে থাকতে চায়, ফেডারেল শাসনব্যবস্থায় নয়।' সাক্ষাৎকারের অন্য অংশে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশটির ঐক্যমত্যের সরকারে সরকার ও বিরোধী দলগুলোর অংশগ্রহণ থাকা উচিত। তবে তিনি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ শক্তি দেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।   প্রেসিডেন্ট আসাদকে চূড়ান্তভাবে সরিয়ে দেয়ার লক্ষ্যে বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জেনেভা আলোচনায় সিরিয়ার জন্য পূর্ণ ক্ষমতার অধিকারী একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।