ইনফরমেশন টেকনোলজি

29-03-2016 05:58:24 PM

সবচে কম গতির ইন্টারনেট ভারতে

newsImg

ঢাকা: এশিয়ার মধ্যে সবচে কম গতির ইন্টারনেট ভারতে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে সারা বিশ্বে গড়ে ইন্টারেনেটের গতি বেড়েছে ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.৬ এমবিপিএস। 

আকামাই টেকনোলজিস নামের একটি বিশ্ব নন্দিত কনটেন্ট ডেলিভারি সার্ভিস জানিয়েছে, প্রান্তিক থেকে প্রান্তিকে গড়ে ইন্টারনেটের গতি বেড়েছে ২৩ শতাংশ। বছর থেকে বছরে ইন্টারনেটের গতি বেড়েছে ৫.৬ এমবিপিএস। 

প্রতিষ্ঠানটি আরও জানায়, এশিয়া প্যাসিফিকের মধ্যে সবচে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ রয়েছে দক্ষিণ কোরিয়াতে। দেশটিতে ২৬/৭ এমবিপিএস গতির ইন্টারনেট আছে। অন্যগতি সবচে কম গতির ইন্টারনেট সংযোগ ভারতে। ভারতের ইন্টারনেটের গতি ২.৮ এমবিপিএস।