পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

28-03-2016 03:15:55 PM

চবি’র ইতিহাসে প্রথম নারী উপ-উপাচার্য

newsImg

অধ্যাপক ড. শিরীণ আখতার

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতার।

সোমবার দুপুরে বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১ টার দিকে উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। এতে বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতারকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. ইফতেখার ‍উদ্দিন চৌধুরী। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদটি শূন্য ছিল।