আউটসোর্সিং

20-02-2016 03:46:43 pm

বিজ্ঞাপন চালু হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে

newsImg

ফেসবুকে চ্যাটিংয়ের জন্যে মোবাইল ব্যবহারকারীদের জন্য ২০১৪ সালে ফেসবুক থেকে মেসেঞ্জারকে আলাদা করে স্বতন্ত্র অ্যাপ হিসেবে নিয়ে আসে ফেসবুক কর্তৃপক্ষ। এরপর মাত্র এক বছরের মধ্যেই ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপের তালিকায় স্থান পেয়েছে।

আর তাই এবার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির মাধ্যমেও বিশাল অংকের অর্থ উপার্জন করতে চাইছে ফেসবুক। জানা গেছে, খুব শিগগির ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপন চালু করা হবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, বিভিন্ন পণ্যের তথ্য জানাতে ছোট ছোট মেসেঞ্জারে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে ফেসবুক।

ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোর আলোচনাও করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, বিজ্ঞাপনের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিজ্ঞাপন সরাসরি মেসেঞ্জার ব্যবহারকারীদের কাছে মেসেজ করে পাঠানোর সুবিধা পাবে।