বিনোদন

12-07-2015 12:57:00 PM

দরপতনে শেষ হলো স্বর্ণের সাপ্তাহিক বাজার

newsImg

নিউজ ডেস্ক : ফের শুরু হয়েছে স্বর্ণের দরপতন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধান চলতি বছরেই দেশটিতে সুদের হার বাড়ানো হবে বলে জানালে মূল্যবান ধাতুটির দরে আবার দেখা যায় নিম্নমুখী প্রবণতা। এ খবর দিয়েছে ইনসাইড ফিউচার্স।

এ বছর যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়বে বলে শুক্রবার ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেন জানান। তিনি জোর দিয়ে বলেন, দেশটিতে ভোক্তা ব্যয়সহ কর্মসংস্থান ও মজুরির হার বেড়েছে। ফেড প্রধানের সুদের হার বাড়ানোর পূর্বাভাস আসলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো শক্তিশালী হয়ে ওঠারই ইঙ্গিত। ফলে আরো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে ঝুঁকেছেন ব্যবসায়ীরা। এতে কমে এসেছে ধাতুটির চাহিদা।

বর্তমানে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের বিনিময় মূল্য কমে এলেও দাম কমেছে স্বর্ণের। গত সপ্তাহে ধাতুটির মোট দরপতনের হার ছিল দশমিক ৫ শতাংশ। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ধাতুটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আগস্টে সরবরাহ চুক্তিতে। চুক্তিটির আওতায় এদিন প্রতি আউন্স স্বর্ণের সর্বশেষ মূল্য ছিল ১ হাজার ১৫৭ ডলার ৯০ সেন্টে। আগের দিনের তুলনায় দর কমেছে ১ ডলার ৩০ সেন্ট বা দশমিক ১১ শতাংশ। এদিন বাজারে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ওঠানামা করে ১ হাজার ১৫৬ ডলার ৪০ সেন্ট থেকে ১ হাজার ১৬৪ ডলার ৫০ সেন্টের মধ্যে।

এর আগে গত সপ্তাহের মাঝামাঝি চীনের শেয়ারবাজারে ধসের কারণে দেখা দেয় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনা। ফলে চাহিদা বেড়ে স্বর্ণের দরবৃদ্ধি ঘটে। তবে দেশটির সরকার শেয়ারবাজারের এ ধস রোধে সক্ষম হলে আবার কমে যায় ধাতুটির চাহিদা। অন্যদিকে ভারতের বাজারে বর্তমানে আন্তর্জাতিক দরের নিচে নেমে এসেছে স্বর্ণের মূল্য।

বিশ্বব্যাপী স্বর্ণভিত্তিক সবচেয়ে বড় লেনদেনের বাজার এসপিডিআর গোল্ড ট্রাস্টের স্বর্ণ মজুদ শুক্রবার দিন শেষে দাঁড়ায় ৭০৭ দশমিক ৫৫ টনে। বৃহস্পতিবার দিন শেষে এ মজুদের পরিমাণ ছিল ৭০৯ দশমিক ৩৭ টন।