আন্তর্জাতিক

12-07-2015 12:41:05 PM

নাইজেরিয়া ও চাদে বোকো হারামের হামলায় নিহত ১৭

newsImg

আর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়া এবং চাদে বোকো হারামের পৃথক হামলায় ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

শনিবার চাদের রাজধানী এনজামেনার একটি বাজারে বোকো হারামের এক আত্মঘাতীর হামলায় ১৫ জন নিহত হয়েছেন। আত্মঘাতী ওই ব্যক্তি নারীর ছদ্মবেশে হিজাব পড়ে রাজধানীতে হামলা চালিয়েছিল বলে জানা গেছে। এই ঘটনার মাত্র কিছুদিন আগেই বোকো হারাম দাবি করেছিল শহরে বোমা বিস্ফোরণ করে ৩৮ জনের প্রাণ নাশ করেছে তারা।

অপরদিকে নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাইদুগুরি শহরে বোকো হারামের হামলায় ২ পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার জঙ্গিরা মাইদুগুরি শহর থেকে ১০০ কিলোমিটার দূরের নামদু গ্রামে হামলা চালিয়েছিল। ওই হামলায় স্থানীয় বাসিন্দাসহ বেসামরিক মিলিশিয়ার মোট ১১ জন নিহত হয়েছিলেন।

এনজামেনার বাজারের প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা হিজাব পরিহিত আত্মঘাতী হামলাকারীকে চেক করার সময় সে তার শরীরে থাকা বোমাটি বিস্ফোরণ করেছিল বলে জানিয়েছেন চাদের স্থানীয় পুলিশের মহাপরিচালক তাহের এরদা।

এ ধরনের হামলার কারনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া স্বত্তেও চাদে এখন হিজাব নিষিদ্ধ করা হয়েছে।