28-02-2018 05:57:48 PM

ওখানে শুয়ে আছেন শ্রীদেবী

newsImg

বিদায় দেওয়া হচ্ছে তাঁকে। উপস্থিত আছেন তাঁর হাজারো-লাখো ভক্ত-অনুরাগী, পরিবার, বন্ধু, আত্মীয়-পরিজন আর অনেক তারকা, বিদায় দেবেন তাঁকে। অশ্রুসিক্ত শেষ বিদায়। 

আজ বুধবার রুপালি পর্দার আলোচিত মুখ শ্রীদেবীকে দেওয়া হবে এই অন্তিম বিদায়।

গতকাল রাতে দেশে ফেরে শ্রীদেবীর মরদেহ। আজ শেষ বিদায়।

লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে রাখা হয়েছে তাঁর মরদেহ। তেরঙায় ঢাকা। বেলা আড়াইটা থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাঁর মরদেহ, দেওয়া হয়েছে শেষ দেখার সুযোগ।

একে একে এগিয়ে আসছেন সবাই। হাতে পোস্টার, ফুল, চোখে জল। এ এক অন্যরকম দৃশ্য, এ এক বেদনাদায়ক বিদায়।

যে টেবিলের ওপর তাঁর মরদেহটি রাখা হয়েছে সেটি রজনীগন্ধার মালা দিয়ে সাজানো। সাদা দিয়ে ফেরত যাবেন দুনিয়া থেকে- এমনই না-কি প্রত্যাশা ছিল তাঁর, তাই সাদা দিয়েই সাজানো হয়েছে তাঁর আশপাশ। শামিয়ানার নিচে শুয়ে আছেন তিনি। জড়ানো আছেন সাদা, মেরুন আর সোনালি রেশমিতে।

এর আগে, মুম্বাই পুলিশের পক্ষ থেকে পদ্মশ্রীপ্রাপ্ত এই মহানায়িকাকে জাতীয় সম্মাননা দেওয়া হয়। পুলিশের চার সদস্য তাঁর দেহ জাতীয় পতাকায় ঢেকে দেয়।
সূদ্র : এএনআই, ডেকন ক্রনিকল, হিন্দুস্তান টাইমস