রাজধানী

30-12-2017 10:28:48 AM

অ্যান্ডারসন `বল টেম্পারিং' করেছেন

newsImg

স্পটফিক্সিং আতঙ্কের পর এবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল অ্যাশেজে। সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনে অভিযোগের তীরটা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে। মেলবোর্ন টেস্টের ভিডিও ফুটেজে দেখা গেছে হাতে বল নিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন ইংলিশ পেসার। তবে অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন সফরকারীদের কোচ ট্রেভর বেলিস।অস্ট্রেলিয়ার মিডিয়ার দাবি, ভিডিও ফুটেজে অ্যান্ডারসনের বল টেম্পারিংয়ের বিষয়টি স্পষ্ট দেখা গেছে। বলের ওপরের চামড়াও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে ক্রিকেটের খবরদাতা ওয়েবসাইট ক্রিকইনফো। অন্যদিকে বিষয়টি এখন তদন্তাধীন।ম্যাচ চলাকালীনই টেম্পারিং দাবি করা দৃশ্যটি নজরে এসেছিল ধারাভাষ্যকারদের। অজিদের সাবেক স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন কমেন্ট্রিতে বলছিলেন, ‘আমি নিশ্চিত নই, ও(অ্যান্ডারসন) আসলেই নখ দিয়ে বলের প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করছে কিনা।’

তখন মাইকেল স্ল্যাটার বলেন, ‘এটা নিঃসন্দেহে কৌতহলোদ্দীপক বিষয়। আপনি নিশ্চয়ই নখ দিয়ে বলের মাঝে কিছু করতে পারেন না। এটা নিয়ম নয়।’নখ দিয়ে বলের ওপর কিছু একটা করছেন অ্যান্ডারসনওয়ার্ন- স্ল্যাটারের কথাটাই একটু ঘুরিয়ে বলেছেন অজিদের আরেক সাবেক মাইক হাসি। তার মন্তব্য, অ্যান্ডারসন বল হাতে নিজের অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারি সঞ্জয় মাধুগালেকে কিছু বোঝাতে চেয়েছিলেন।কোচ বিষয়টি নাকচ করলেও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট অভিযোগকে গুরুত্বের সাথে নিয়েছে। তারা তাৎক্ষণিক ম্যাচ রিপোর্টে ‘বল টেম্পারিং’ শব্দটি ব্যবহারও করেছে। ওয়েবসাইট।