07-12-2017 10:39:30 AM

টুইটের রাজা ট্রাম্প-মোদি

newsImg

বিশ্ব নেতাদের মধ্যে ২০১৭ সালে সবচেয়ে বেশি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি টুইট জনপ্রিয় তিনে জায়গা করে নিয়েছে। তিনি ওই টুইটে লিখেছিলেন, কোনো শিশুই অন্য কারও বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না। তার ওই টুইটটি চলতি বছরে সবচেয়ে বেশিবার রিটুইট করা হয় এবং এর লাইকের সংখ্যা ত্রিশ লাখেরও বেশি ছাড়িয়ে গেছে।


মঙ্গলবার টুইটারের তরফ থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ৪ কোটি ১ লাখ ফলোয়ার নিয়ে এবং নরেন্দ্র মোদি ৩ কোটি ৭৫ লাখ ফলোয়ার নিয়ে টুইটারে বিশ্ব নেতাদের মধ্যে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

টুইটারে শীর্ষ দশে থাকা বিশ্বের অন্য নেতারা হলেন- ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো প্রমুখ।