07-12-2017 10:36:44 AM

বাংলাদেশ এখন ডিজিটাল, কেউ অস্বীকার করতে পারবে না : প্রধানমন্ত্রী

newsImg

 প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে, বাংলাদেশ এখন ডিজিটাল, কেউ অস্বীকার করতে পারবে না  । অথচ দশম সংসদের নির্বাচনের পর আমাদের 'ডিজিটাল বাংলাদেশ' ইশতেহার নিয়ে অনেকে ঠাট্টা করেছিল । এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী 'ডিজিটাল ওয়ার্ল্ড' অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন । এসময় প্রধানমন্ত্রী তার নির্ধারিত বক্তব্যের শেষে সিঙ্গাপুরে প্রস্তুত ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেন । এর পর প্রধানমন্ত্রী মেলার উদ্বোধনের ঘোষণা দেন । সোফিয়া এবারের মেলার মূল আকর্ষণ । প্রধানমন্ত্রী বলেন, দেশে একবার যখন উন্নয়নের চাকা গতিশীল হতে শুরু করেছ এটা কেউ থামিয়ে দিতে পারবেনা। বাংলাদেশবাসী বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে অধিষ্ঠিত করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ।