06-12-2017 09:54:52 AM

চরম উত্তেজনার মধ্যেই উ. কোরিয়া যাচ্ছেন জাতিসংঘ দূত

newsImg

 জাতিসংঘের সিনিয়র একজন দূত উত্তর কোরিয়া যাওয়ার পথে মঙ্গলবার বেইজিং বিমানবন্দরে পৌঁছেছেন।  পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে অঞ্চলটিতে বিরাজমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে তিনি এই ব্যতিক্রমী সফরে যাচ্ছেন। শুক্রবার জাতিসংঘের দূত জেফরি ফ্লেটম্যান উত্তর কোরিয়া সফর করবেন বলে এএফপি’র খবরে বলা হয়। উত্তর কোরিয়ার উৎক্ষিপ্ত নতুন ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিয়ংইয়ং এর এ ঘোষণা দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি এই সফরে যাচ্ছেন।