বিরোদী দল

15-11-2017 02:57:12 PM

প্রধান বিচারপতিকে অবসর প্রদানে বাধ্য করেছে সরকার: রিজভী

newsImg

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, প্রধান বিচারপতিকে অবসর প্রদানে বাধ্য করেছে সরকার। সরকার নিজেদের ইচ্ছা পূরনে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এখন আদালতকে ব্যবহার করবে, কসাই খানায় পরিণত করবে, তাদের বিরুদ্ধের লোকদেরকে শাস্তি দেয়ার জন্য।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন যথার্থই বলেছেন শেখ হাসিনার অধিনে কখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা হবে ফেনী মার্কা নির্বাচন। রুহুল কবীর রিজভী আরো বলেন, আমরা নির্বাচনে যাবো নির্দলীয় সরকারের অধীনে। আমরা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবো না। কারণ তারা রক্তাক্ত পরিবেশ তৈরি করবে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেবে না।

তিনি আজ দুপুরে কুড়িগ্রাম শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।

 

আই-নিউজ২৪.কম:নিলুফার ইয়াসমিন