12-10-2017 12:43:58 AM

ভালুকায় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

newsImg

শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় শিশু অধিকার সপ্তাহ ২০১৭ উদযাপন হয়েছে।  

বুধবার সকালে উপজেলার নয়নপুর গ্রামে এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) আয়োজিত এডুকো নয়নপুর স্কুলে ওই অনুষ্ঠান উদযাপন হয়।

 

 

অনুষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল প্রতিনিধিদের সার্বিক তত্বাবধানে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ টিম অংশগ্রহন করেন। বাল্য বিবাহ ও শিশু অধিকার এর উপর দেয়ালিকা উন্মোচন, শিশু অধিকার রক্ষায় পরিবারের ভূমিকাই প্রধান শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

পরে সংক্ষিপ্ত অলোচনা সভায় বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল খালেক শিকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান ও অভ্যুদয়‘র সভাপতি আসাদুজ্জামান সুমন।  

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন এডুকো‘র ভালুকা সাব অফিসের ইনচার্জ হানিফ মাহমুদ, এডুকো‘র শিশু অধিকার ও সুশাসন বিভাগের ইনচার্জ আমিনুল ইসলাম, অভ্যুদয়‘র যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান সাঈদ,  দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন, সাংস্কৃতিক সম্পাদক তুলি রায়, পাঠাগার সম্পাদক রুমান আরিয়ান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাকবৃন্দও উপস্থিত ছিলেন । এছাড়াও ভালুকার এডুকোর আরও ৮টি বিদ্যালয়ে একই অনুষ্ঠান উদযাপন হয়েছে।