09-10-2017 12:22:57 AM

'রাষ্ট্রপতির ক্ষমতা অক্ষুন্ন রেখে বিচারকদের শৃঙ্খলাবিধি'

newsImg

রাষ্ট্রপতির ক্ষমতা অক্ষুণ্ন রেখে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি হবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে সময় বাড়ানোর পর রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

 

এর আগে, বিধিমালার গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ৫ নভেম্বর পর্যন্ত সময় দেন।

পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, তারা অতি শিগগিরই এর সুরাহা চান। আমিও বলেছি হ্যাঁ, সরকারও এ ব্যপারে আন্তরিক। সংবিধানের আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা অক্ষুণ্ন রেখে এই শৃঙ্খলাবিধি তৈরির ব্যাপারে সরকার যা যা দরকার সবই করবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত বলেছেন- এটার নিষ্পত্তি চান। আমরাও একমত হয়েছি। হ্যাঁ, আমরাও নিষ্পত্তি চাই। তবে শৃঙ্খলাবিধি হবে, তবে সংবিধানের যে বিধিবিধান আছে সেটাকে অক্ষুণ্ন রেখে এবং এই ব্যাপারে সংবিধানে রাষ্ট্রপতির যে ক্ষমতা দেওয়া আছে, সে ক্ষমতাকে অক্ষুণ্ন রেখে বিধিবিধান তৈরি করতে হবে।