09-10-2017 12:17:20 AM

বিধবাকে বিয়ে করলে সরকার দেবে আড়াই লাখ টাকা

newsImg

বিধবা বিয়েতে উৎসাহ দিতে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। এজন্য বিধবা নারীকে বিয়ে করলে তার স্বামী ২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকা) দেওয়া উপহার হিসেবে দেওয়া হবে।

খবর ইন্ডিয়া টাইমসের।

 

মধ্যপ্রদেশ সরকারের দাবি, ভারতের প্রথমবারের মতো নেওয়া এই উদ্যোগে বছরে প্রায় এক হাজার বিধবার বিয়ে দেওয়া হবে।  

তবে বিধবা বিয়ে করলেই হবে না। এক্ষেত্রে একটা বয়ষসীমাও বেঁধে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের সামাজিক ন্যায় বিভাগ জানায়, এক্ষেত্রে কনের বয়স ৪৫ বছরের কম হতে হবে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ভারতীয় সুপ্রিম কোর্ট বিধবাদের বিয়েতে উত্সাহিত করতে একটি নীতি প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দেয়। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এ ধরনের প্রকল্প হাতে নিতে যাচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার।  

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে অবিভক্ত ভারতে বিধবা বিয়েকে বৈধতা দান করে ব্রিটিশ সরকার। এরপর ভারতে এ ধরনের উদ্যোগ এই প্রথম। শুরুতে এই প্রকল্পের জন্য মধ্যপ্রদেশ সরকার বছরে ২০ কোটি টাকা বরাদ্দের সংস্থান রেখেছে।