19-12-2016 11:04:43 AM

বঙ্গভবনে ভরপুর ‘১২ পদ’, আপ্যায়নে মুগ্ধ বিএনপি

newsImg

নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালীকরণের আনুষ্ঠানিক প্রস্তাব প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইসি পুনর্গঠন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের সংলাপের প্রথমদিন তিনি এ প্রস্তাব তুলে দেন। প্রেসিডেন্টের সঙ্গে প্রথম রাজনৈতিক দল হিসেবে সংলাপে অংশ নিতে গতকাল বিকাল ৪টা ২৫ মিনিটে প্রতিনিধি দলকে নিয়ে বঙ্গভবনে যান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ এক ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। এ সময় নেতাদের চোখেমুখেও ছিল প্রফুল্লভাব।শুধু তাই নয়, বাঙালির চিরকালীন ঐতিহ্য ‘১২ পদের’ খাবার দিয়ে অতিথি আপ্যায়নের মতোই আপ্যায়িত করা হয়েছে বিএনপি নেতাদের। আর তাতে নিজেদের মূল দাবি আদায়ের বিষয়ে আশাবাদী হওয়ার পাশাপাশি বৈকালিক ভুরিভোজেও মুগ্ধ বিএনপির নেতারা। একই সাথে মহামান্য রাষ্ট্রপতির স্বভাবসুলভ সাবলীল ব্যবহারেরও প্রশংসা করেছেন বিএনপি নেতারা।বিএনপির প্রতিনিধি দলের একাধিক নেতা বৈঠক শেষে বলেন, উনিতো ভালই খাইয়েছেন। হরেক রকম পদ ছিল। আমরা খুশি। বিএনপির নেতারা জানান, বিএনপির জন্য রাষ্ট্রপতির আপ্যায়নের মেন্যুতে ছিলো- স্যান্ডউইচ, কাজু বাদাম, দুটি করে চিকেন রোল, বিশেষ ধরনের পরটা, কেক, মিষ্টি ও জুসসহ নানা পদের খাবার।প্রতিনিধি দলের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘খাবারের মেন্যুতে অনেক কিছু ছিল।’জমিরউদ্দিন সরকার বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন বিএনপির উদ্যোগটা একটা ভাল উদ্যোগ। জবাবে আমরা রাষ্ট্রপতিকে বলেছি, আপনি যদি ভাল কিছু করে যেতে পারেন, নাম থাকবে আপনার। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে এও বলেছি, আপনি অন্য দলগুলোর সঙ্গে কথা বলেন, দরকার হলে আমরা আরো একবার আসবো।’প্রতিনিধি দলের অন্য এক সদস্য বলেন, ‘ভাল, পজিটিভ-খুব ভাল মনে হয়েছে। ভাল খাইয়েছেন। যদিও বয়সের কারণে আমরা কেউ কেউ সব খেতে পারিনি।’বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘উনি খুব সাবলীল কথা বলেছেন। সবার সাথে ভাল ব্যাবহার করেছেন। উনিতো রসিক মানুষ, রাজনীতিতেও অভিজ্ঞ। সব কথাই শুনেছেন।’এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ছিল এবং উনার মনোবৃত্তি খুবই প্রশংসনীয়।’