বিনোদন

18-12-2016 03:24:30 PM

মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না

newsImg

টালিউডের দাপুটে অভিনেতা চিরঞ্জিত। আর এ অভিনেতার ‘সংসার সংগ্রাম’ ছবিতে ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা’ ডায়লগটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। পরবর্তীতে অবশ্য ডায়লগটিকে নিয়ে হাসির খোরাকও হয়েছে প্রচুর।বিভিন্ন অনুষ্ঠানে চিরঞ্জিতের কাছে যতোবার ডায়লগটি শুনতে চাওয়া হয়েছে, ততোবারই তিনি সিনেম্যাটিকভাবে ডায়লগটি শুনিয়েছেন। এবার সেই বহুল আলোচিত ডায়লগ নিয়ে অন্যভাবে মুখ খুললেন চিরঞ্জিত নিজেই। পুরোপুরি ভিন্নভাবে ডায়লগটিকে ব্যাখ্যা করলেন এ অভিনেতা। জানালেন, ডায়লগটি সিনেমায় চললেও আসলে সেটি নাকি ভুল!ভিডিওতে চিরঞ্জিত বললেন, ‘আমাকে আপনারা চেনেন? আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী। আমার একটা ডায়লগ আছে, যা ফুরিয়েও ফুরুচ্ছে না। জেনারেশন আফটার জেনারেশন চলছে। যেটা আপনারা জানেন নিশ্চয়ই। আমি হাফ বললে বাকি হাফ আপনারাও বলতে পারবেন। আর সেটা হচ্ছে ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না’। কিন্তু আমার কাছে মনে হয় ডায়লগটি ভুল বলেছিলাম।’ব্যাখ্যা করে এ অভিনেতা বললেন, ‘আমার মা মারা যাবার পর সব পাড়ার মায়েরা এসে বলেছিলেন চিরঞ্জিত তুমি কেঁদো না, আমাকে মা মনে করো। আমি তোমার মায়ের মতো। কিন্তু যখন আমার বউ মারা গেলো কোনো বউ এসে বললো না কিচ্ছু ভাববেন না আমি আছি আপনার বউয়ের মতো। বলুন, কোনোদিন শুনেছেন এমন কথা। কেউ বলবে না। সে জন্য মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না।’