সরকারী দল

17-12-2016 11:12:40 PM

'নাব্যতা বাড়াতে বড় নদীগুলো খনন করা হবে'

newsImg

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশের নদ-নদীরগুলোর নাব্যতা বাড়াতে সরকার আগামী পাঁচ বছরের মধ্যে বড় বড় নদ-নদীতে খনন করবে।আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নদ-নদীতে পানির ধারণ ক্ষমতা বাড়াতে টারশিয়ারি ক্যানেলে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি)। পানির সংকট দেখা দেয়ার আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ’খন্দকার মোশাররফ হোসেন বলেন, খরার সময় দেশে পানির স্বল্পতা দেখা দিচ্ছে। পানির স্তর কোন কারণে কমে যাচ্ছে তা অনুসন্ধান করতে এবং এর সমাধান খুজতে হবে। এছাড়া কিভাবে পানির উত্তোলন বাড়ানো যায় সে লক্ষ্যে গ্রাউন্ড লেভেল থেকে পানি উত্তোলনে ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতে আমাদের সারফেজ পানির ব্যবহার বাড়ানোর উপরও গুরুত্ব দিতে হবে।এর আগে মন্ত্রী এলজিইডি ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন করেন।অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হক, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও জনস্বাস্থা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মাদ ওয়ালীউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।এবার ১২টি স্টল নিয়ে আয়োজিত এ মেলায় এলজিইডি’র বিভিন্ন প্রকল্পসহ ঢাকা ওয়াসা, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর মেলায় অংশ নিয়েছে। বিভিন্ন প্রকল্প মেলায় প্রদর্শন করা হচ্ছে।