15-12-2016 01:46:00 PM

'ভারতীয় বিমান বাহিনীতে কেউ দাড়ি রাখতে পারবে না'

newsImg

ভারতের বিমান বাহিনীর কোনও সদস্যই দাড়ি রাখতে পারবেন না। প্রত্যেককে এই নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার এমন নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ।ধর্মভেদে বিমান বাহিনী কোনো সদস্যই এ নিয়ম লঙ্ঘন করতে পারবেন না।  মুসলিম ধর্মালম্বী আনসারি আফতাব নামে বিমান বাহিনীর সাবেক এক সদস্য দাড়ি রাখার পক্ষে অবস্থান নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার দাবি ছিল, শিখদের যদি পাগড়ি পরার অধিকার থাকে, তাহলে মুসলিমদেরও সেনাবাহিনীতে দাড়ি রাখার অধিকার দেয়া হোক। ২০০৮ সালে আনসারি আহমেদকে বায়ুসেনা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ওই বছরও আরও দু’জন একই মর্মে মামলা করেন।  সুপ্রিম কোর্টকে বিমান বাহিনী জানায়, সব মুসলিম ধর্মালম্বীরা দাড়ি রাখেন না। তাই দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না। দাড়ি রাখাটা তাদের শখের ব্যাপার। ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে।