আন্তরজাতিক রাজনীতি

14-12-2016 09:24:01 AM

নোট বাতিল সরকারের পাশবিক সিদ্ধান্ত : মমতা

newsImg

ভারতে নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্রের পাশবিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, স্বাধীনতার পর দেশের অর্থনীতিতে এটা সবচেয়ে বড় ধাক্কা। ।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মমতা ব্যানার্জি আরও বলেন, ‘কেন্দ্রের দিশাহীন সিদ্ধান্তে কোটি কোটি মানুষ দুর্ভোগে পড়েছেন। নগদের অভাবে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ব্যবসা–বাণিজ্যেরও ক্ষতি হচ্ছে।দেশের ১ কোটি ২৫ লক্ষ শ্রমিক দুর্ভোগে পড়েছেন মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, 'অনেকেই কাজ হারাতে বসেছেন। এটা সত্যিই দুঃখের। আমি তাদের ব্যথা–বেদনার কথা অনুভব করতে পারছি। আমি তাদের সঙ্গে আছি। ’এদিকে, বুধবার থেকে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের সব ব্লকে তৃণমূল কর্মীরা মিটিং, মিছিল করবেন। মমতার নির্দেশে শুক্রবার পর্যন্ত তৃণমূল কর্মীরা এই কর্মসূচি পালন করবেন। দলের সব স্তরের নেতাদের এই বিক্ষোভে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। কলকাতার সব ওয়ার্ডেও বিক্ষোভ দেখানো হবে। রাজ্য স্তরের নেতারাও থাকবেন। বিধায়কদেরও নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক, আইনজীবীরাও বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে।