বিরোদী দল

13-12-2016 04:38:49 PM

সিনিয়র নেতাদের ডেকেছেন খালেদা জিয়া

newsImg

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণের বিষয়ে আলোচনা করতে দলের সিনিয়র নেতাদের ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, রাতে চেয়ারপারসন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতির সঙ্গে এই সংলাপ গতবার নির্বাচন কমিশন গঠনের মতো হবে না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি কী তুলে ধরবে এবং কারা কারা থাকবেন, তা চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে।মঙ্গলবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, কোনো নির্বাচন কমিশনারের পক্ষেই বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন একটি সহায়ক সরকার না থাকে। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে সে উদ্যোগ নেওয়াটা উনার (রাষ্ট্রপতি) উচিত।