জেনে রাখুন

12-12-2016 01:51:55 PM

চোরের নতুন পদ্ধতি, পুতুল সেজে চুরি!

newsImg

পোশাকের দোকানে সাধারণত দেখা যায় মানুষ আকৃতির বিভিন্ন সাইজের বড় বড় পুতুলকে পোশাক পরিয়ে রাখতে। এগুলোকে ডামি বলা হয়। সাধারণত দামি এবং নতুন ডিজাইনের পোশাক বিভিন্ন পুতুলকে পরিয়ে দোকানে রাখা হয় শোভাবর্ধনের পাশাপাশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য।ভাবুন তো দোকানে যেসব পুতুল সাজানো রয়েছে, সেসব পুতুল যদি চোর হয় ….। অবিশ্বাস্য মনে হলেও, ঠিক এ ধরনের ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যের খ্যাতনামা শপিং স্টোর ‘বিয়েলস’-এ।বলা যায়, একেবারে সিনেমা স্টাইলে চুরি। বিয়েলস-এর স্টোর থেকে চোরেরা ১০ হাজার ব্রিটিশ পাউন্ড মূল্যের পোশাক চুরি করে পালিয়েছে। সাসেক্স পুলিশ এটা খুঁজে বের করতে পারেননি যে কীভাবে এই চোরগুলো দোকানের ভেতরে চুরি করল কোনো প্রকার অ্যালার্ম ছাড়াই।বিয়েলস’ স্টোরটিতে আধুনিক অ্যালার্ম সিস্টেম লাগানো আছে,  যা কেউ নড়াচড়া করলেও বেজে ওঠে। কিন্তু চুরির দিন ওই অ্যালার্ম বেজেছিল চোররা বের হয়ে যাওয়ার সময়।এতে করে ধারণা করা হচ্ছে যে, চোরেরা আগে থেকে দোকানে ঢুকে বসে ছিল দোকানের পুতুল সেজে। তারপর যখন দোকান বন্ধ হয়ে যায় এবং সবাই বাড়িতে চলে যায়, তখন তারা চুরি করে পালিয়ে যায়। এই চুরিটির এখন তদন্ত চলছে।