অর্থনীতি

10-12-2016 10:58:24 AM

বিনিয়োগের নতুন গন্তব্যে পরিণত হয়েছে পুঁজিবাজার:-বিএসইসি চেয়ারম্যান

newsImg

সব ধরনের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন গন্তব্যে পরিণত হয়েছে পুঁজিবাজার। কারণ নানা সংস্কারের ফলে এই বাজারে এখন অনুকূল পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন   রাজধানীর সোনারগাঁও হোটেলে সিএফএ সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।ড. খায়রুল বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও দেশের পুঁজিবাজার সেই ধারা বজায় ছিলো না। বিএসইসি সেই পরিবেশ সৃষ্টির জন্য অনেক সংস্কারমূলক কাজ করেছে। বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বিনিয়োগকারীদের সচেতন করতে। নতুন বিভিন্ন পণ্য বাজারে আনতে কাজ করছে।তিনি বলেন, এসব সংস্কার এবং প্রচেষ্টার ফলে বাজারে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সব ধরনের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন গন্তব্যে পরিণত হয়েছে পুঁজিবাজার।বিএসইসি চেয়ারম্যান সিএফএ সনদপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে সিএফএরা নৈতিকতার সঙ্গে ভূমিকা পালন করছে।আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, স্বর্ণের দাম অনেক কমে এসেছে। আবাসন খাতে মন্দা চলছে। এমন অবস্থায় পুঁজিবাজার বিনিয়োগের একটি ভালো বিকল্প।তিনি বলেন, পুঁজিবাজারে রিসার্চ নির্ভর বিনিয়োগ হওয়া উচিত। এটা হলে ভালো মুনাফা পাওয়া সম্ভব। এক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। আর সিএফএ সোসাইটি সেখানে বেস্ট প্রাক্টিসের মাধ্যমে ভূমিকা রাখছে।অনুষ্ঠানে সিএফএ ইনস্টিটিউটের এশিয়া প্যাসেফিকের আঞ্চলিক প্রতিনিধি নিক পোলার্ড সিএফএ সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের চেয়ারম্যান ইফতি ইসলাম।অনুষ্ঠানে ৪ জনকে সিএফএ সনদ প্রদান করা হয়। তারা হলেন, ব্যাংক এশিয়ায় কর্মরত মো. কামরুল হাসান, লংকাবাংলায় কর্মরত চৌধুরী সাইফুদ্দিন মাহমুদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত সাদমান সাফাত এবং সিটি এনএ ব্যাংকে কর্মরত সাদ ইকরাম সাফ্ফাত।সিএফই সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসইসি কমিশনার হেলাল উদ্দিন নিজামী ও মো. আমজাদ হোসেন, ডিএসই ব্যবস্থাপনা পরিচালক একেএম মাজেদুর রহমান, আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।