অর্থনীতি

07-12-2016 10:05:58 AM

৫০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল গোল্ডেন হার্ভেস্ট

newsImg

ব্যবসা বাড়ানোর জন্য ৫০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেড। এ লক্ষ্যে নন-কনভারর্টেবল কুপন বেয়ারিং সাবঅর্ডিনেট বন্ড ছেড়ে টাকা তুলবে কোম্পানিটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯২তম সভায় এ কোম্পানির বন্ড অনুমোদন দেয়া হয়। বিএসইসির নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বন্ডের মেয়াদ হবে ৭ বছর (সম্পূর্ণ রিডেম্পশন) । যা শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট এবং উচ্চ সম্পদধারী ব্যাক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেনবন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ব্যবসা সম্প্রসারণ। আর এ বন্ডের প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ১ কোটি টাকা।বন্ডের বৈশিষ্ট হবে নন-কনভারর্টেবল, আনসিকিউরেড, আনলিস্টেড, কুপন বেয়ারিং সাবঅর্ডিনেট বন্ড।এ বন্ডের মান্ডাটেড লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে মে ইস্টারন্যাশনাল সার্ভিস লিমিটেড এবং গ্রীণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। বন্ডটির ইস্যুয়ার ম্যানেজার হিসেবে কাজ করবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।