05-12-2016 11:34:31 AM

পাবনার চাটমোহরে ’সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম

newsImg

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে গাভীর পেট থেকে ’সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে।আজ রবিবার সকালে ঐ গ্রামের মৃত. জালাল উদ্দিনের ছেলে আনিছুর রহমানের বাড়িতে তার গাভীটি অলৌকিক এ বাচ্চাটি প্রসব করে।’সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে শত শত উৎসুক মানুষ এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভীর করতে থাকে। বর্তমানে বাছুরটি সম্পূর্ণ সূস্থ আছে এবং বাড়িতে হেঁটে বেড়াতে দেখা গেছে। বাছুরটির পিঠের উপরে ও পেট থেকে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে।গাভীর মালিক আনিছুর রহমান জানান, আমি পেশায় একজন গরুর ব্যবসায়ী। প্রায় ২০ দিন আগে ২টি গাভী গরু হাট থেকে কিনে আনি। কয়েকদিন আগে একটি গাভী বিক্রি দেই। আর এই গাভীটি বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে আসলে বাড়িতে রেখে দেই। বাচ্চা প্রসব করলো কিন্তু অলৌকিক সাত পা বিশিষ্ট। তবে ভাল দাম পেলে বাচ্চা সহ এ গরুটিও বিক্রি করবেন বলেও জানান তিনি।