শেয়ার বাজার

05-12-2016 10:46:35 AM

‘এ’ ক্যাটাগরিতে ড্রাগন সোয়েটার : মার্জিন ঋণে নিষেধাজ্ঞা

newsImg

বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করেছে ডিএসই কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এ ঋণ দেয়া যাবে না। অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২০১৬ সালের ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরে ড্রাগন সোয়েটারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫১ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৪৬ পয়সা। ডিএসইতে সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সায় ড্রাগন সোয়েটারের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর শেয়ারের দর ৯ টাকা ৩০ পয়সা থেকে ২২ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৭ দশমিক ৩০, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৬ দশমিক ২১