03-12-2016 04:13:54 PM

ফরিদপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

newsImg

টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) এ এস এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন  ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর মো. আজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, "প্রতিবন্ধীরা পরিবার বা সমাজের বোঝা নয়। তাদের সক্ষমতা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে। সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করেন।