জেনে রাখুন

03-12-2016 12:13:44 PM

যেভাবে জানবেন ভুলে যাওয়া সিমের নাম্বার

newsImg

তানজিল শরীফ : নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরটা সবাই কম-বেশি মুখস্থ রাখার চেষ্টা করে। অনেক সময় দেখা যায়, কেউ কেউ নিজের নম্বরটা ভুলে যান অথবা নতুন সিম নেওয়ার পর নাম্বারটা মুখস্থ হতে একটু সময় লেগে যায়। ভুলে যাওয়া আর মুখস্থ না হওয়ার সমস্যাটা মাঝে মাঝে অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই নিজের মোবাইল নম্বরটা খুব সহজে খুঁজে বের করার একটি পদ্ধতি যদি জানা থাকে, তবেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।

গ্রামীণফোন:
গ্রামীণফোনের নম্বর দেখার জন্য ডায়াল করুন *2#

বাংলালিংক:
বাংলালিংকের নম্বর দেখার জন্য ডায়াল করুন *511#

রবি:

রবির নম্বর দেখার জন্য ডায়াল করুন *140*2*4#

এয়ারটেল:
এয়ারটেলের নম্বর দেখার জন্য ডায়াল করুন *121*6*3#

টেলিটক:
টেলিটকের নম্বর দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে লিখুন TAR এবং পাঠিয়ে দিন 222 নম্বরে