03-12-2016 10:08:31 AM

ফরিদপুরে সিএন্ডবি ঘাট বন্দরে পদ্মা নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

newsImg

ফরিদপুরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন চাঁন মিয়া (২৭) নামে এক শ্রমিক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই সংবাদ লেখা প্রযর্ন্ত ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরীরা পদ্মায় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।চাঁন মিয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গি গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি বিবাহিত ও এক ছেলের বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁন মিয়াসহ আটজন শ্রমিক গত ছয়দিন ধরে সিএনবি ঘাট এলাকার একটি কার্গোতে রঙ করার কাজ করছিলেন। গত বৃহস্পতিবার কাজ করার এক পর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে তিনি হঠাৎ পানিতে পড়ে যান।নিখোঁজ চাঁন মিয়ার সহযোগী মৃধাডাঙ্গি গ্রামের সুলতান মিয়া বলেন, কাজ করার এক পর্যায়ে চাঁন মিয়া পানিতে পড়ে যান। তাৎক্ষণিক ভাবে আমরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে পরে ফরিদপুর ফায়ার সার্ভিসকে জানাই।ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার ফরিদপুর ফায়ার সার্ভিসের দুই ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নেন। শুক্রবার খুলনা থেকে আগত আরও তিন ডুবরি উদ্ধার কাজে অংশ নেন। কিন্তু পানিতে নিমজ্জিত হওয়ার পর ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও নিখোঁজ ওই শ্রমিকের কোন সন্ধান পাওয়া যায়নি।