01-12-2016 11:14:53 PM

রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বাস ধর্মঘট

newsImg

রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বাস ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার রাত নয়টার দিক থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করে বাস শ্রমিকরা। এর আগে নগরীর নওদাপাড়া এলাকায় ট্রাক শ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকের মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজশাহী পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান, বাসে মালামাল তোলা নিয়ে ট্রাক শ্রমিকরা বাস শ্রমিক রাসেলকে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে বাস ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। এ ঘটনার বিচারের দাবিতে বাস ধর্মঘট ডাকা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এলোপাথারি রাস্তার ওপরে বাস রেখে ঢাকা-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। তারা বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতেও থাকেন। এসময় তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এরপর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে আছে। এ নিয়ে ঢাকাগামী রাতের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ধর্মঘট প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।