রাজধানী

01-12-2016 11:20:21 AM

বেনাপোলে চোরাকারবারীর হামলায় আহত আনসার সদস্যর মৃত্যু

newsImg

যশোেরের চোরাকারবারীর হামলায় গুরুতর আহত আনসার সদস্য ফিরোজ (২৫) মারা গেছেন। এর আগে গত ১৫ নভেম্বর রাতে চোরাকারবারীরা তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। বুধবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। ফিরোজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বকশিপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। ওসি অপূর্ব হাসান জানান, ২৬ অক্টোবর বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য চুরির সময় খোকন ও তৌহিদুর নামে দুই চোরাকারবারীকে আট কেজি তামা জাতীয় পণ্যসহ আটক করে প‍ুলিশে সোপর্দ করে ফিরোজ। কয়েকদিন পর আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে প্রতিশোধ নিতে ১৫ নভেম্বর রাত ৮টায় বন্দরের ১৪ নম্বর পণ্যাগারের সামনে ফিরোজের ওপর হামলা চালায়। এসময় তারা আনসার সদস্য ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করা হয়। পরে বুধবার রাতে তার মৃত্যু হয়।