রূপচর্চা

21-11-2016 10:13:36 AM

রূপচর্চায় পাতি লেবু

newsImg

শুধু রান্না, সালাদে নয়, রূপচর্চায় পাতি লেবুর যথেষ্ট গুরুত্ব রয়েছে। চুলের সৌন্দর্য বাড়ানো, ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার ক্ষেত্রে এ লেবুর ব্যবহার বেশ কাজে দেয়। চুলকে সদা সতেজ ও ঝরঝরে রাখতে এই লেবুর জুড়ি নেই। পাতি লেবুর রসে নারকেল তেল, দারুচিনি, ও ক্যামোমাইল চা মিশিয়ে চুলে স্প্রে করুন। সূর্যের প্রখর রোদ থেকে নিস্তার দেবে এই মিশ্রণ।

লেবুর রস ত্বকে তারুণ্য এনে দেয়। এটা করতে হালকা ধরনের ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন। তারপর তুলোয় করে লেবুর রস মাখুন মুখে। ব্রণ হওয়া থেকে নিস্তার পাবেন। দূষণের কারণে মুখে যে সব দাগ ছোপ হয়, তা দূর করতে ব্যবহার করতে পারেন পাতি লেবু।