অর্থনীতি

26-10-2016 01:04:18 PM

‘ঋণ ও বিনিয়োগ বৃদ্ধিতে শাখার গুরুত্ব বাড়ানো হবে’

newsImg

রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আতাউর রহমান প্রধান। গত ২৮ আগস্ট তিনি যোগদান করেন। ব্যাংকটির বর্তমান ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন। তার সাক্ষাত্কার নিয়েছেন সাইদ শাহীন

রূপালী ব্যাংকের দায়িত্বকে কীভাবে দেখছেন?

রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। সে অভিজ্ঞতার আলোকে রূপালী ব্যাংক পরিচালনার চেষ্টা করব। পাশাপাশি ব্যাংকটিতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন। তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমানত সংগ্রহ, শাখা বিস্তার, বিনিয়োগ, ঋণ প্রদানসহ নানা সূচকে উন্নয়নের ধারা বজায় রাখতে চাই। পাশাপাশি ব্যাংকটির নেতিবাচক যেসব সূচক রয়েছে, সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। সিদ্ধান্তহীনতা, নতুন করে ঋণ না দিতে পারা, বিনিয়োগ বাড়ানোয় অক্ষমতার কারণে রূপালী ব্যাংক পিছিয়ে ছিল। এসব সমস্যা কাঠিয়ে উঠে যতটা এগোনো যায়, সে চেষ্টা থাকবে। একনিষ্ঠতা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। আমি কিন্তু অফিসে যাচ্ছি, এটা কখনই বলি না। আমি বলি ব্যাংকে যাচ্ছি কাজ করতে। আমি সাড়ে তিন বছর বাইরে ছিলাম। তখন আমি বলতাম কাজে যাচ্ছি, এটা কিন্তু বোধের বিষয়। আমি ব্যাংকে চাকরি করি এবং সেখানে কাজ করছি, এটা নিজের মধ্যে আগে ধারণ করতে হবে।