বাংলাদেশ | মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ | ৪ চৈত্র,১৪৩০

জাতীয়

18-01-2018 01:38:23 PM

টিকেটে `বাংলাদেশ` বানানই ভুল!

newsImg

বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার অংশগ্রহণে চলছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ২০১৮।

সিরিজের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এ জন্য খেলা দেখতে টিকিট সংগ্রহ করেছেন অনেকেই। তবে টিকিটে বড় ধরনের এক ভুল চোঁখে পড়েছে অনেকেরই। টিকিট সংগ্রহ করার পর তাতে দেখা যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা এর জায়গায় বাংলাদেশ বানানই ভুল রয়েছে।

টিকিটে ইংরেজিতে বড় অক্ষরে BANGLADESH (বাংলাদেশ) এর বদলে লিখা রয়েছে BNANGLADESH(বিনাংলাদেশ) । ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকিটে এত বড় ধরনের ভুল দেখে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ হয়েছেনে অনেকেই।

অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। বলছেন নিজের দেশেরই বানান ভুল এটা মেনে নেওয়া যায়না। যারা টিকেট ছাপা বা এর সাথে যুক্ত ছিলেন তারা দায়িত্বজ্ঞানহীন। তাদের সচেতনতার সাথে বানান চেক করে টিকিট ছাপানো উচিৎ ছিলো। কেউ কেউ বলছে , এটা অনাকাঙ্খিত ভুল তবে, মেনে নেওয়ার মতো নয়।

সাজিদ নামে এক ফেসবুক ব্যবহারকারী টিকিটের ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বানানই ভুল। এটা কিছু হলো? এ ধরনের ভুল আমরা কখনো আশা করি না।’

মাহফুজ উদ্দিন খান নামে অপর একজন লিখেছেন, ‘একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ধরণের ভুল একদম গ্রহণযোগ্য নয়। নিজের দেশের নামের বানান ভুল করে চরম অবহেলার নজির রাখলো বিসিবি।’

 

আই-নিউজ২৪.কম:নিলুফার ইয়াসমিন

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 251 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends