বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

বিরোদী দল

26-11-2017 10:42:14 AM

নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে রোহিঙ্গা চুক্তি: খসরু

newsImg

 নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে রোহিঙ্গা চুক্তি করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে সম্পাদিত চুক্তির সমালোচনা করে তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে জনগণ সরকার ও কমিশনকে পর্যবেক্ষণ করছে। জবাবদিহিতার বাইরে থেকে আগামী দিনে কোন নির্বাচন সম্ভব নয়। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ প্রসঙ্গে আমির খসরু বলেন, রাজনৈতিক সমাবেশ করার অধিকার সবারই আছে। কিন্তু বিরোধি দলের সমাবেশে কোন অনুমতি পাওয়া যায় না। কিন্তু আজকে সমাবেশে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আসতে বাধ্য করা হয়েছে তার সমালোচনা করেন তিনি। তিনি বলেন, বিএনপির সবাবেশে আওয়ামী লীগ রাস্তাঘাট বন্ধ করে বিভিন্নভাবে বাধা দিয়েছিলো। এরপর ও জনসমুদ্রের ঢেউ ঠেকাতে পারে নাই। দীর্ঘ পথ পায়ে হেঁটে সাধারণ জনগণ সমাবেশে এসেছেন। 

খবরটি সংগ্রহ করেনঃ- nupur islam
এই খবরটি মোট ( 358 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends