বাংলাদেশ | বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

জাতীয়

16-11-2017 12:20:00 PM

ঢাকায় রোবট রেস্টুরেন্ট

newsImg

রাজধানীতে দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো। এখানে কোনো মানুষ নয়, শুধু রোবটই কাস্টমারদের খাবার সরবরাহ করছে।

মিরপুর রোডে আসাদ গেটে প্রধান  সড়কের ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয়তলায় এ রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। গতকাল প্রতিষ্ঠানের নিজস্ব অডিটরিয়ামে রেস্টুরেন্টটির যাত্রা শুরু উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং রোবট প্রস্তুতকারী সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আয়োজকরা বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের প্রথম রেস্টুরেন্ট। যেখানে রোবট কাস্টমারদের খাবার সরবরাহ করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের জন্য একটি মাইলফলক এবং নতুন দিগন্তের সূচনা হলো। বাংলাদেশ ও চীন যৌথভাবে এ রেস্টুরেন্টটি পরিচালনা করবে বলে সম্মেলনে জানানো হয়। শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে।   রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, ‘অনেক সময় দেখা যায় ওয়েটাররা কয়েক ঘণ্টা কাজ করার পরে ক্লান্ত হয়ে পড়েন। সে অবস্থায় তারা কাস্টমারদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনই ক্লান্ত হবে না। তাই রোবট কাস্টমারকে আরও ভালো সেবা দিতে পারবে এবং সব বয়সের মানুষের জন্য রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি রোমাঞ্চিত হবে। তিনি বলেন, খাবারের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে, যাতে সব শ্রেণির মানুষই এ সেবা নিতে পারে। শিশুদের জন্য বিশেষ কিছু খাবার থাকছে। খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় থাকবে। যারা   উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা সবাই রোবটের কার্যক্রম প্রত্যক্ষ করেন। উপস্থিত প্রায় সবার জন্যই এটি   ছিল একটি নতুন অভিজ্ঞতা। রেস্টুরেন্টটির পরিচালক আরও বলেন, একজন ওয়েটারের পক্ষে সব সময় খাবারের গুণগতমান নিশ্চিত করা ও জীবাণুমুক্ত থাকা সম্ভব হয় না।

 

তাই আমরা রোবট দিয়ে এসব কাজ করছি। রেস্টুরেন্টটি প্রাথমিকভাবে দুটি রোবট দিয়ে কাজ শুরু করেছে।

 

আই-নিউকমজ২৪.:নিলুফার ইয়াসমিন 

 

 

 

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউকমজ২৪.
এই খবরটি মোট ( 550 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends