বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

জাতীয়

15-11-2017 04:39:06 PM

সাগরে লঘুচাপের প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা

newsImg

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে। আজকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে বুধবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘে ঢাকা রয়েছে। ১১টার পর কিছু এলাকা সামান্য বৃষ্টি হয়েছে।

 

আই-নিউজ২৪.কম:নিলুফার ইয়াসমিন 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 273 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends