বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

কেম্পাস

21-10-2017 11:29:45 AM

ফাঁস হওয়া প্রশ্নে ঢাবি 'ঘ' ইউনিটের পরীক্ষা নেয়ার অভিযোগ

newsImg

ফাঁস হওয়া প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর ৮ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয় বলে জানা গেছে।

তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন বলছে, 'এ বিষয়ে তাদের কাছে এখনো তথ্য প্রমাণ আসেনি। '

 

সকাল ১০-১১টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ওই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রতিবেদক বেলা ১০.৫৪ মিনিটে ফাঁস হওয়া ইংরেজি অংশের প্রশ্ন পান। যার সঙ্গে পরীক্ষা নেওয়া প্রশ্নপত্রের ইংরেজি অংশের হুবহু মিল পাওয়া যায়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে বেলা ১০টা ৪৮ মিনিটে প্রশ্ন ফাঁস হয়েছে উল্লেখ করে একজন বাংলা অংশের প্রশ্নপত্র পাঠান। ওই শিক্ষক অনুষ্ঠিত পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের সঙ্গে পাঠানো প্রশ্নের হুবহু মিল পান। ক্ষোভের স্বরে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বের জায়গা ছিলো ভর্তি পরীক্ষা। সেটাও শেষ হয়ে গেল!

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কয়েকজনের ই-মেইলে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের ২৪টি প্রশ্ন পাঠানো হয়। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কয়েক জনের মোবাইলে ওইসব প্রশ্নের উত্তরের কপি খুদেবার্তা হিসেবে পাঠানো হয় বলে জানা যায়।

যা পরীক্ষা শেষে গতকালের ওই প্রশ্নগুলোর সঙ্গে আজকের প্রশ্নপত্রের অবিকল মিল পাওয়া যায়।

 

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। ডিজিটাল জালিয়াতি করায় মাস্টারমাইন্ডসহ ১৫জনকে আটক করা হয়েছে।

পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাদেকা হালিম প্রশ্ন ফাঁসের বিষয়ে বলেন, আমি প্রশ্নপত্র দেখিও নাই, জানিও না। প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর আমার কাছে নেই। তথ্য প্রমাণ পেলে কি ব্যবস্থা নেওয়া হবে এর জবাবে তিনি বলেন, 'সেটা তদন্ত করে দেখতে হবে। '

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2053 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends